ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র: ভোটকেন্দ্র থেকে নির্বাচনী কর্মীদের বের করে দেয়া বা এ ধরনের অনিয়মের কথা শুনলে মাথায় আসতে পারে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাম। কিন্তু, যুক্তরাষ্ট্রের মত দেশে এমন ঘটনা ঘটে থাকলে, সেটি বিস্ময়করই বটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন অর্থাৎ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে আদালত-নিযুক্ত চারজন রিপাবলিকান নির্বাচনী কর্মীকে ফিলাডেলফিয়ার একটি ভোটকেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। সংবাদ বিবিসির।
ফিলাডেলফিয়ার একটি ভোটকেন্দ্রে ওই চার কর্মীকে ‘অবরুদ্ধ’ করে ও ‘অবৈধভাবে’ বের করে দেয়া হয়েছে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের প্রচারা শিবিরের।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি একটি অপরাধ। প্রতিশ্রুতি অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনে এমনটা হওয়া উচিত নয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি জনসাধারণের বিশ্বাসের একটি অগ্রহণযোগ্য লঙ্ঘন, যা ফিলাডেলফিয়ার নির্বাচনী স্বচ্ছতাকে ক্ষুণ্ন করেছে।’
তবে, বের করে দেয়া চার কর্মীর মধ্যে তিনজনকে ফের কাজে যুক্ত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।