শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইদালিয়ার আঘাতে লন্ডভন্ড উপকূলীয় এলাকা, নিহত তিন

বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩

প্রিন্ট করুন

কিটন বিচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সামুদ্রিক জলে উত্তপ্ত রোদ আর মৃদু বাতাস বয়ে চলেছে। সংবাদ প্রতিবেদন অনুসারে ইদালিয়ার আঘাতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে ও কয়েক লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। কিটন বিচ শহর হারিকেন ইদালিয়ার ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে। বুধবার (৩০ আগস্ট) সকালে ইদালিয়া আঘাত হানার পর সেখানে গাছ উল্টে যায় ও বিপুল সংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

৫৭ বছর বয়সী হেয়ারড্রেসার লরি ব্রেনার বলেন, ‘আমাদের সাইডিংয়ের ক্ষতি হয়েছে। কিন্তু, এখনো পর্যন্ত বাড়িটা দাঁড়িয়ে আছে দেখে আমি আনন্দিত।’

দুটি সরু রাস্তা ও একটি খাল নিয়ে গঠিত রাজ্যের উত্তর-পশ্চিমে কিটন বিচ। মেক্সিকো উপসাগর অতিক্রম করার পরে ইদালিয়া সেখানে আঘাত করে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, বুধবার (৩০ আগস্ট) সকাল সাতটা ৪৫ মিনিটে (গ্রিনীচ মান সময় ১১৪৫ টায়) ইদালিয়া ফ্লোরিডার জলাভূমি, কম জনসংখ্যার বিগ বেন্ড এলাকায় ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে আঘাত হানে।

এনএইচসি জানিয়েছে, ঝড়টি কিটন বিচের সম্প্রদায়ের কাছে প্রায় প্রতি ঘন্টায় ২১৫ কিলোমিটার সর্বাধিক টেকসই বাতাসের সাথে উপকূলীয় অঞ্চলে প্রায় পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসসহ ঝড় উপকূলীয় অঞ্চল বিধ্বস্ত করেছে।

বুধবারের (৩০ আগস্ট) পরে গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসেবে দুর্বল হয়ে পড়া ইদালিয়া দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্র জুড়ে বৃষ্টিপাত ও বন্যার সৃষ্টি হয়। সেখানকার বাসিন্দারা ফিরে আসছেন ও ফ্লোরিডা রাজ্য ধ্বংসাবশেষের মোট খরচ নিরুপণ করতে শুরু করেছে।