নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কে ‘বঙ্গমাতা দিবস’ ও ‘জাতীয় শোক দিবস’ পালন করেছে ‘যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’। এ উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি মো. ইনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ তারা। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান ও তোফায়েল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন ও আব্দুর রহিম বাদশাহ, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আহমদ ভূইয়া।
সভায় বক্তৃতা করেন হুসনে আরা, লেখক ফাহিম রেজা নূর, মো. জহুরুল ইসলাম, মোর্শেদা জামান, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারী, জয়নাল আবেদীন জয়, নুরে আলম জিকু, মো. লুৎফুর রহমান, ইউনুস সরকার, সৈয়দ রুহুল আলী, কাজী তোফায়েল ইসলাম, ফারুক আহমেদ লস্কর, মো. আক্তার হোসেন, মফিজুল ইসলাম ভুইয়া রুমি।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ সভাপতি কবি শাহীন ইবনে দিলোওয়ার। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. মঈন উদ্দিন।
মাহফিলে জাতির পিতা ও বঙ্গমাতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে স্বাভাবিকভাবেই চলে আসে শেখ ফজিলাতুন নেছার নাম।’
বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জীবন ও কর্ম এবং দেশ ও জাতিগঠনে তার অবদানের নানা দিক তুলে ধরে বলেন, ‘জাতির পিতার দীর্ঘ গৌরবময় সংগ্রামে, সব সংকটে অকুতোভয়, নির্ভিক সহযাত্রী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। সংকটময় রাজনৈতিক জীবন ও ঝুঁকিপূর্ণ কাজেও তিনি সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকে শক্তি যুগিয়েছেন। বঙ্গমাতার জীবনাদর্শ ও মূল্যবোধ সব নারীর অনুকরণীয় আদর্শ।’