বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বন্যা কবলিত ক্যালিফোর্নিয়া সফরে যাবেন বাইডেন

মঙ্গলবার, জানুয়ারী ১৭, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বন্যা কবলিত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। দেশটির জনবহুল এ অঙ্গরাজ্যে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়ে যাওয়ার পর তিনি সেখানে এ সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে দেয়া হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘বাইডেন সাম্প্রতিক প্রচন্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা সফর করে উদ্ধার প্রচেষ্টা প্রত্যক্ষ করবেন। এ ক্ষেত্রে, অতিরিক্ত কি পরিমাণ ফেডারেল সহযোগিতা প্রয়োজন, তা পরিমাপ করা হচ্ছে।’