শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বন্যায় মৃত বেড়ে ৭১, ক্ষতিগ্রস্ত ৫০ কোটি মানুষ

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত আরো চারজনের মৃত্যুসহ ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নতুন করে প্রাণহানির মধ্যে ফেনী ও কুমিল্লায় চারজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

এ পর্যন্ত কুমিল্লায় ১৯ জন, চট্টগ্রামে ছয়জন, ফেনীতে ২৮ জন, নোয়াখালীতে নয়জন, কক্সবাজারে তিনজন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজারে ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন। এদর মধ্যে ৪৫ জন পুরুষ, সাতজন নারী ও ১৯ জন শিশু রয়েছে।

এছাড়া ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারসহ ১১টি জেলার ৬৮টি উপজেলায় পাঁচ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার পানিবন্দি পড়েছে। এছাড়া, ১১টি জেলার ৫০৪টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন।

এরই মধ্যে তিন হাজার ৬১২টি আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮৫ হাজার ৯৯৬ জন আশ্রয় নিয়েছেন এবং ৩১ হাজার ২০৩টি গৃহপালিত পশু রাখা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় মোট ৪৬৯টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে।

বন্যাকবলিত জেলাগুলোতে এ পর্যন্ত চার কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাদ্য ও অন্যান্য খাবার। শিশু খাদ্য ও গো-খাদ্য বাবদ ৩৫ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া কিছু মানুষ তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন।