রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

বন্যার্তদের জন্য ঢাবিতে এক দিনে সংগ্রহ এক কোটি ২৬ লাখ টাকা ও ৩০ ট্রাক ত্রাণ

শনিবার, আগস্ট ২৪, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: পুরো দেশে বন্যার্তদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুথ বসিয়ে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলে এ ত্রাণ সংগ্রহ কার্যক্রম।

দেশের বন্যার্ত এলাকার মানুষদের সহায়তার জন্য শুক্রবার (২৩ আগস্ট) এক কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

ত্রাণ সংগ্রহে থাকা সমন্বয়ক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৩ আগস্ট) নগদ অর্থের পাশাপাশি সংগ্রহ করা হয়েছে শুকনো খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এবং পোশাক। এছাড়াও, সংগ্রহ করা হয়েছে গবাদি পশুর খাদ্যও। এ দিন যে পরিমাণ ত্রাণ সামগ্রী উঠানো হয়েছে, তা বন্যা দুর্গত এলাকাগুলোতে পৌছাতে ৩০টির মত ট্রাক লাগবে।

এর পূর্বে, বৃহস্পতিবারও (২২ আগস্ট) বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত এ গণত্রাণ সংগ্রহে ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা জমা হয়েছে।

ভারতীয় ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে দেশের ১২টি জেলা। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে, পাহাড় ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার (১৯ আগস্ট) থেকে শুক্রবার (২৩ আগস্ট) পর্যন্ত ১৫ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো দুইজন।

গেল বুধবার (২১ আগস্ট) থেকে ফেনীসহ আট জেলায় আচমকা বন্যা দেখা দেয়। তবে, তার কয়েক দিন পূর্ব থেকেই ভারী বৃষ্টি হচ্ছে বহু জেলায়। এরপর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে বৃহস্পতিবার (২২ আগস্ট) আরো চার জেলার বহু জায়গা তলিয়ে যায়।