ডেস্ক রিপোর্ট: কয়েক দফা স্থগিত হওয়া বাংলাদেশ সোসাইটির নির্বাচন রোববার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছে নয়ন-আলী ও রব-রুহুল প্যানেল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে পরিচিতি সভা করেছে নয়ন-আলী প্যানেল।
নয়ন-আলী নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে আয়োজিত সভায় অনুষ্ঠানে প্যানেলের সভাপতি প্রার্থী কাজী নয়ন ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীসহ প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রার্থীরা তাদের বক্তব্যে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কাছে ভোট প্রার্থনা করেছেন।
সভায় কাজী নয়ন বলেন, ‘বাংলাদেশ সোসাইটিকে আমরা একটি গণমুখী সংগঠনের পরিণত করতে চাই। তবে তার আগে আপনাদের সমর্থন খুবই জরুরি।’
রোববার (১৮ সেপ্টেম্বর) দিনভর ভোটাররা নয়ন-আলী প্যানেলকে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মোহাম্মদ আলী বলেন, ‘এ সভায় উপস্থিত হয়ে আপনারা আমাদেরকে ঋণী করেছেন। আমরা যেন সেই ঋণ শোধ করতে পারি, ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে সেই সুযোগ দেয়ার অনুরোধ করছি।’