ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ‘বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। এক দলকে বাদ দিয়ে অন্য দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র।’ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভের বুধবারের (২২ নভেম্বরের) সাপ্তাহিক ব্রিফিংয়ের উত্তর এসব কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
জাখারভ অভিযোগ করেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার দাবির মধ্য দিয়ে এখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এ সময় তিনি অক্টোবরে বিরোধীদলীয় স্থানীয় একজন নেতার সাথে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন।
মারিয়া জাখারভ আরো বলেছেন, ‘দশ বছর পূর্বের ন্যায় ঘটনা ঘটছে। এটা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভয়াবহভাবে হস্তক্ষেপ ছাড়া কিছু নয়।’
তার এসব দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বিবৃতি এক্ষেত্রে প্রকাশ করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। তাতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও রাষ্ট্রদূত পিটার হাসের মিটিং নিয়ে মিস জাখারভের ইচ্ছাকৃত ভুল তথ্য ছড়িয়ে দেয়ার ব্যাপারে আমরা অবহিত।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তা-ই চাই। তা হল একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। শান্তিপূর্ণ উপায়ে এমন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যের প্রতি সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সাথে যোগাযোগ রাখছেন ও অব্যাহতভাবে রাখবেন। সবাইকে বাংলাদেশের জনগণের স্বার্থে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছেন তারা।’