রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশে বিপ মেসেঞ্জারের সাথে এক্সক্লুসিভ পার্টনারশিপ বাংলালিংকের

বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: বিপ মেসেঞ্জারের সাথে একটি এক্সক্লুসিভ পার্টনারশিপ ঘোষণা করেছে বেসরকারী মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। এই পার্টনারশিপের আওতায় বাংলালিংক বিপ এর এক্সক্লুসিভ পার্টনার হিসেবে দেশব্যাপী এর ব্র্যান্ডিং, মার্কেটিং ও প্রমোশনে সহযোগিতা করবে। এছাড়া, বাংলালিংকের চার কোটি গ্রাহকের জন্য থাকবে বিপ এর বিশেষ ডেটা বান্ডেল।

১৯২টি দেশে ব্যবহারকারীরা বিপ মেসেঞ্জার উপভোগ করছেন। তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রে এটি একটি সহজে ব্যবহারযোগ্য অ্যাপ। এতে রয়েছে দ্রুত ও নিরাপদ এনক্রিপটেড মেসেজিং, এইচডি মানের ভয়েস ও ভিডিও কল, ১০৬টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদসহ আরো বিভিন্ন সুবিধা। গুগল প্লেস্টোর ও অ্যাপল অ্যাপস্টোর থেকে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা খুব সহজে এটি ডাউনলোড করতে পারবেন। বিপ মেসেঞ্জারের ওয়েব ভার্সন ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন কম্পিউটার ও ল্যাপটপে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। প্রতি মাসে বাংলালিংক গ্রাহকরা বিপ ব্যবহার করার জন্য এক জিবি ফ্রি ইন্টারনেটও উপভোগ করতে পারবেন।

সম্প্রতি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও বিপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োখান ইয়কসেকটেপে সমঝোতা স্মারকে সই করেছেন। অনুষ্ঠানে ভিওন গ্রুপের গ্রুপ সিইও কান তেরজিওগ্লুসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

এরিক অস বলেন, ‘গ্রাহকদের নানামুখী চাহিদা পূরণে ডিজিটাল সেবা সম্প্রসারণের উপর গুরুত্ব দিয়েছে বাংলালিংক। এই ক্ষেত্রে অংশীদারিত্ব আমাদের অগ্রগতির জন্য সহায়ক। বিপ এর সাথে আমাদের পার্টনারশিপ বাংলাদেশে ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ; যা আমাদের ডিজিটাল অপারেটরভিত্তিক কৌশল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার ক্ষেত্রে একটি বিশেষ উদ্যোগ।’

ইয়োখান ইয়কসেকটেপে বলেন, ‘বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে বিপ এর জনপ্রিয়তা দেখে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হল বিপ-কে একটি আন্তর্জাতিক যোগাযোগের অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করা; যা ব্যবহারকারীরা নিজেদের মত করে ব্যবহার করতে পারবেন। বাংলালিংকের মত একটি বিশেষ ডিজিটাল অপারেটরের সাথে অংশীদারিত্ব এই কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এক সাথে বাংলাদেশে বিপ এর উপস্থিতি বাড়াতে কাজ করছি।’