শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: বাংলাদেশের সাথে নিরাপত্তা, ব্যবসায়-বাণিজ্য ও জলবায়ু ইস্যুতে দ্বিপক্ষীয় আরো সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৭ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মুখপাত্র বেদান্ত প্যাটেল।

সন্ত্রাসবাদ যখন পুরো পৃথিবীর জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে, তখন এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে বেশ সফলতা দেখিয়ে চলেছে বাংলাদেশ। সবশেষ বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলা সূচকেও দুই ধাপ এগিয়ে ১৬৩ দেশের মধ্যে ৪৩তম স্থানে এখন ঢাকা।

প্রেস ব্রিফিংয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের ধারাবাহিক সফলতা তুলে ধরে, বাইডেন প্রশাসনের অবস্থান জানতে চান এক সাংবাদিক। এ সময় মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর করতে চায় যুক্তরাষ্ট্র।’

বেদান্ত প্যাটেল বলেন, ‘গেল বছর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি আমরা। এ বছর আমরা সেই সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি সামনে এগিয়ে নিতে চাই।’

তিনি আরো বলেন, ‘এ বছর অর্থাৎ ২০২৩ সালে আমরা সেই সম্পর্ককে আরো গভীর করার অপেক্ষায় রয়েছি এবং এমন অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে আমরা সেই সহযোগিতাকে আরো মজবুত করতে চাই। এর মধ্যে একটি অবশ্যই বাংলাদেশের সাথে নিরাপত্তা প্রসঙ্গে সহযোগিতার সুযোগ।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের সাথে ব্যবসায়-বাণিজ্য, জলবায়ু ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি, অবশ্যই জলবায়ু সমস্যা, বাণিজ্য সমস্যা এবং এর মত আরো অনেক বিষয়ে আমাদের সহযোগিতা আরো গভীর করার সম্ভাবনা রয়েছে।’

পৃথিবীর যে কোন অঞ্চলে সন্ত্রাস মোকাবিলাকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে বলেও জানান বেদান্ত প্যাটেল।