সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাইডেনের ঈদুল আজহার শুভেচ্ছা বার্তায় গাজা যুদ্ধবিরতির আহ্বান

সোমবার, জুন ১৭, ২০২৪

প্রিন্ট করুন
জো বাইডেন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির চুক্তির ব্যাপারে আহ্বান জানান তিনি। সোমবার (১৭ জুন) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

ঈদ উপলক্ষে দেয়া বিবৃতিতে গাজায় চলমান যুদ্ধের ব্যাপারে জো বাইডেন বলেন, ‘হাজারো শিশুসহ বহু নিরীহ মানুষ নিহত হচ্ছেন। পরিবারগুলো ঘর হারাচ্ছে। স্থানীয় লোকজন দেখছেন, কীভাবে আশপাশের মানুষ ধ্বংস হচ্ছে। তাদের যন্ত্রণা সীমাহীন।’

বাইডেন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গাজায় ভয়াবহতা বন্ধ করা ও যুদ্ধ থামাতে এটাই সবচেয়ে ভাল কৌশল।’

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়া ও বাস্তবায়নের জন্য জন্য হামাস ও ইসরাইল-দুই পক্ষকেই চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবটিতে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

এছাড়াও, মিয়ানমার, চীনের উইঘুরসহ পৃথিবীর নানা স্থানে নিপীড়িত মুসলিমদের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কথাও শুভেচ্ছা বার্তায় তুলে ধরেন বাইডেন।

তিনি বলেন, ‘আমরা সুদানে ভয়ংকর সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছি।’