শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বাইডেনের মুখে ‘রহস্যময়’ দাগ, হোয়াইট হাউসের ব্যাখ্যা

শুক্রবার, জুন ৩০, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে দাগ নিয়ে নানা রকম জল্পনা ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি তেমন দাগ লক্ষ করেননি কেউ। অবশেষে ‘রহস্যময়’ সেই দাগের ব্যাখ্যা দিল হোয়াইট হাউস। বাইডেনের সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের মুখে ওই দাগ হয়েছিল ঠিকই। তবে, এ নিয়ে চিন্তার কোন কারণ নেই। খবর সিএনএনের।

সম্প্রতি বাইডেনের দুই গালে একটা অদ্ভুত ছাপ লক্ষ করেন সাংবাদিকরা। বুধবার (২৮ জুন) সকালে শিকাগোর উদ্দেশে উড়ে যাওয়ার আগে হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলছিলেন বাইডেন। সে সময়ই তার গালে ওই দাগ দেখা যায়। কেউ কেউ দাবি করেন, বাইডেনের গালে ওই দাগ তারা আগেও দেখেছেন।

বুধবারই প্রেসিডেন্টের সহকারী প্রেস সচিব অ্যান্ড্রু বেটস জানান, ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত বাইডেন। এ রোগে ঘুমন্ত অবস্থায় মানুষের শ্বাসপ্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। নাক ডাকারও সমস্যা দেখা যায় কারো কারো ক্ষেত্রে।

হোয়াইট হাউস জানিয়েছে, ২০০৮ সাল থেকেই এ রোগে আক্রান্ত বাইডেন। এ রোগ নিরাময়ের কারণেই সিপ্যাপ নামক এক যন্ত্রের সাহায্য নেন বাইডেন। এ ক্ষেত্রে দুটি ফিতার সাহায্যে একটি মাস্ক রোগীর মুখে পরিয়ে দেয়া হয়।

হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব জানিয়েছেন, ওই ফিতার কারণেই গালে দাগ হয়ে যায় বাইডেনের।

বলে রাখা ভাল, বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রবীণতম প্রেসিডেন্ট। ২০২০ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানো প্রবীণ এ ডেমোক্র্যাট রাজনীতিক ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।