শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বায়তুল মোকাররমে মুসল্লিদের দুই গ্রুপের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: জুমার নামাজের পূর্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বর্তমান খতিব ওয়ালিউর রহমান ও প্রাক্তন খতিব মুফতি রুহুল আমিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খতিব ওয়ালিউর রহমান মুসল্লিদের উদ্দেশে খুতবা (বক্তব্য) দেয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শুরুর পূর্বে ওয়ালিউর রহমান খান বক্তব্য দিচ্ছিলেন। এ সময় রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে ঢুকে খতিবের মাইক্রোফোন কেড়ে নিয়ে মিম্বরের কাছে বসে থাকা মুসল্লি ও খাদেমের ওপর হামলা চালান।

এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে অর্ধশতাধিক লোক আহত হয়।

নামাজ পড়তে আসা আবদুল হামিদ বলেন, ‘প্রাক্তন ইমাম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বসে সমস্যার সমাধান করতে পারতেন। কিন্তু, তিনি তা না করে লোক এনে হামলা চালান। এটা সত্যিই লজ্জাজনক।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটি বড় কোন ঘটনা নয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি।’

তিনি জানান, বায়তুল মোকাররম উত্তর গেট ও পল্টন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।