মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বারী হোম কেয়ার নিউইয়র্ক রাজ্যের ডিপার্টমেন্ট অফ হেলথের ‘এলএফআই’ মনোনীত

শুক্রবার, জুন ১৬, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক ‘এলএফআই’ মনোনীত হয়েছে বারী হোম কেয়ার।

বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির আওতায় সিডিপ্যাপের (কনজু্মার ডিরেক্টেড পার্সোনাল এসিসট্যান্স প্রোগ্রাম) জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) মনোনীত হওয়ায় আনন্দিত ও এটি একটি বড় অর্জন বলে মনে করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আসেফ বারী টুটুল।

সিডিপ্যাপ প্রোগ্রামটি গ্রাহক নির্দেশিত ব্যক্তিগত সহায়তা প্রোগ্রাম; যা নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক স্বীকৃত। এ প্রোগ্রামের আওতায় বয়স্ক ও অক্ষমদের জন্য একটি হোম কেয়ার সুবিধা সরবরাহ করা হয়। দক্ষ পেশাদার, যোগ্যতাসম্পন্ন লোকজন দ্বারা বয়স্ক এবং অক্ষমদের সাহায্য ও দৈনন্দিন সব কাজে সেবা দেয়া হয়; যা প্রতিটি রোগীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয়। নিউইয়র্ক স্টেট মেডিকেডের আওতাধীন ১৮ বছরের ওপরে যে কেউ এ সুবিধা নিতে পারে। পাশাপাশি, এ প্রোগ্রামের আওতায় আপনি ঘরে বসে পরিবারের সদস্য বা প্রিয়জনের সেবা করে প্রতি সপ্তাহে আয়ের সুবর্ণ সুযোগ নিতে পারেন। এটি একটি সহজ পদ্ধতি।’

আসেফ বারী টুটুল বলেছেন, ‘নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথের কর্মসূচির আওতায় গেল ২০২০ সালের মার্চ মাসের আগে যেসব হোমকেয়ার এজেন্সির গ্রাহক সংখ্যা একটি নির্দিষ্ট সীমায় পৌঁছাতে সক্ষম হয়েছিল, সে সব হোম কেয়ার প্রতিষ্ঠানকেই এলএফআই মনোনীত করা হয়েছে। যে সব হোমকেয়ার (সিডিপ্যাপ) এজেন্সি উল্লেখিত গ্রাহক সীমা অতিক্রম করতে সক্ষম হয়নি, সে সব প্রতিষ্ঠানকে এলএফআই হিসেবে চিহ্নিত হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে হবে। সংকুচিত বাজেট ও পর্যাপ্ত জনবলের অভাবে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ হোমকেয়ার প্রতিষ্ঠানগুলোকে যথাযথ তদারকির জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির প্রবর্তন করেছে।

তিনি আরো বলেন, ‘কমিউনিটির বয়বৃদ্ধদের সেবায় আমাদের জ্যাকসন হাইটসসহ মোট দশটি শাখা থেকে কার্যক্রম চালাচ্ছি। জ্যাকসন হাইটস ছাড়াও আমাদের জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, লং আইল্যান্ড ও বাফেলোতে শাখা অফিস থেকে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিচ্ছি।’

বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বলেন, ‘এ অর্জন শুধু আমাদের একার নয়, আমাদের সব গ্রাহক, শুভানুধ্যায়ী ও কমীর্রাও এর অংশীদার। তাই, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিচ্ছি।’