শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

বিক্রেতার ভুলে বড় অঙ্কের টাকা জিতলেন ইলিনয়ের বৃদ্ধ

রবিবার, নভেম্বর ২৬, ২০২৩

প্রিন্ট করুন

ইলিনয়, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ইলিনয়তে থাকেন মাইকেল সোপেজস্টাল। তিনি তার প্রিয় রেস্তোরাঁয় খাবেন বলে কয়েক সপ্তাহ পর পর ইন্ডিয়ানা হয়ে মিশিগানে যান। শেষ বার ভ্রমণের সময় তিনি মিশিগান লটারি থেকে দশ বা ২০ ড্রয়ের জন্য একটি লাকি ফর লাইফ টিকিট কেনেন। গেল ১৭ সেপ্টেম্বর, একটি গোলো গ্যাস স্টেশনের খুচরা বিক্রেতা একটি ভুল করে বসেন। তিনি একটি একক ড্রয়ের জন্য দশ লাইনের একটি টিকিট মুদ্রণ করেছিলেন। সোপেজস্টাল লটারি কর্মকর্তাদের বলেছেন, ‘আমি এক দিন সকালে আমার টিকিট চেক করে দেখলাম যে, আমি পুরো জীবনের জন্য বছরে ২৫ হাজার ডলার পুরস্কার জিতেছি। আমি দ্রুত এই অর্থ দিয়ে কী করতে পারি, তা নিয়ে ভাবতে শুরু করি। এটি একটি বিস্ময়কর অনুভূতি ছিল!’ খবর সিএনএনের।

লটারি অনুসারে, ৬০ বছর বয়সী সোপেজস্টাল সম্প্রতি তার পুরস্কার দাবি করতে লটারির সদর দফতরে গিয়েছিলেন। তিনি ২০ বছর বা পুরো জীবনের জন্য বছরে ২৫ হাজার ডলারের বদলে এককালীন তিন লাখ ৯০ হাজার ডলার বেছে নিয়েছেন।

সোপেজস্টাল লটারিকে বলেছিলেন যে, তিনি তার পুরস্কারের অর্থ ভ্রমণের জন্য ও বাকি অর্থ সংরক্ষণ করবেন।

লাকি ফর লাইফ প্রায় দুই ডজন রাজ্যের পাশাপাশি ওয়াশিংটন ডিসিতেও খেলা হয়। পুরস্কারের রেঞ্জ তিন ডলার থেকে শুরু করে পুরো জীবনের জন্য প্রতিদিন এক হাজার ডলার পাবার সুযোগ থাকে। প্রতিটি গেমের জয়ের সামগ্রিক সম্ভাবনা গেমের ওয়েবসাইটে পোস্ট করা হয়। গেল ১৭ সেপ্টেম্বর সোপেজস্টালের পাঁচটি সাদা বল জেতার সম্ভাবনা ছিল যার দাম ছিল এক দশমিক আট মিলিয়নেরও বেশি।