শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

বিতর্কিত কেনেডি জুনিয়র হলেন ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রী

শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: স্বাস্থ্য মন্ত্রী হিসেবে জুনিয়র কেনেডিকে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত কেনেডিকে (৭০) স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। সংবাদ এএফপির।

ট্রাম্প তার ট্রুথ সামাজিক প্ল্যাটফর্মে জুনিয়র কেনেডিকে নিয়োগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী পদে নিয়োগ দিতে পেরে আমি ‘পুলকিত’।

ট্রাম্প বলেছেন, ‘বহু দিন ধরে, ‘আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স ও ওষুধ কোম্পানিগুলোর যাঁতাকলে পিষ্ঠ হয়ে আসছে।’ মার্কিনীরা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য ও বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ ছিল।

জুনিয়র কেনেডি যদিও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে বিতর্কিত একজন ব্যক্তিত্ব। বিশেষ করে করোনা ভাইরাসের টিকার বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত।

২০১৯ সালের সমীক্ষায় জানা গেছে, কেনেডির ‘গোল্ড স্টার্ন্ডার্ড সায়েন্টিফিক রিসার্চ’-এজেন্সি করোনা টিকা নিয়ে ভুল তথ্য দিয়ে ফেসবুকে ভাইরাল করেছেন।

স্বাস্থ্য মন্ত্রী হিসেবে কেনেডির নিয়োগ নিশ্চিত হলে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসহ প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোর তত্বাবধান করবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে কেনেডি একটি বিখ্যাত রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি দীর্ঘ দিন ধরে একজন পরিবেশবাদী প্রচারক। তিনি সর্বদা আরএফকে জুনিয়র নামে পরিচিত। গেল ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করতে চেয়েছিলেন। অবশ্য পরে ট্রাম্পের পক্ষে প্রার্থীতা প্রত্যাহার করে তাকে সমর্থন দিয়েছিলেন।