বুধবার, ২৮ মে ২০২৫

শিরোনাম

বিশ্ব সিলেট সম্মেলন- ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, মে ২৭, ২০২৫

প্রিন্ট করুন

মিশিগান, যুক্তরাষ্ট্র: বিশ্ব সিলেট সম্মেলন- ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) বিকালে বিশ্ব সিলেট সম্মেলন- ২০২৫ কমিটির পক্ষ থেকে কনভেনর সাহাব আহমেদ সুমিনের ইরা সিটি টাউনশীপের মেরিন সিটি হাইওয়ের ফার্মহাউসে সম্মেলন এ সভার আয়োজন করা হয়।

সভায় সম্মেলন সংশ্লিষ্টরা ও তাদের বন্ধু-বান্ধব আর প্রিয়জনদের সঙ্গে একটি আনন্দঘন বিকেলে জঙ্গল সাফারী উপভোগ করা হয়।

সম্মেলনের মেম্বার সেক্রেটারি মুসা আহমেদ চৌধুরী সায়েমের পরিচালনায় সভায় বিশ্ব সিলেট সম্মেলনের সাহাব আহমেদ সুমিন স্বাগত বক্তব্য রাখেন।

প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নেন গীতিকার কবি ইশতিয়াক রুপু, নাঈম চৌধুরী, মঈন চৌধুরী শাম্মু, তারেক জামান, সৈয়দ মঈন দীপু, হারান কান্তি সেন, কামাল পাশা, সঞ্জয় দেব, মুন্নী রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান করেন শর্মীলা দেব ও মাহমুদুল হক লিটু।

উল্লেখ্য, দুই দিনব্যাপী বিশ্ব সিলেট সম্মেলন আগামী ১৬ ও ১৭ আগস্ট পলিশ আমেরিকান কালচারাল সেন্টার মিশিগানে অনুষ্ঠিত হবে।