সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বুধবার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা

বুধবার, জুন ২৮, ২০২৩

প্রিন্ট করুন

ডেস্ক প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে বুধবার (২৮ জুন) পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হবে। বাংলাদেশে ঈদ-উল-আজহা উদযাপিত হবে বৃহস্পতিবার (২৯ জুন)। ঈদুল আজহা উপলক্ষে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বিভিন্ন মসজিদে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উপলক্ষে মসজিদগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রায় তিন সহস্রাধিক মসজিদের ব্যবস্থাপনায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খোলা মাঠেও প্রায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। অনেক মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে অনেক ঈদ জামাতে মহিলাদের জন্যও নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাতটা থেকে সকাল সাড়ে দশটার মধ্যে অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, জর্জিয়া, ইলিনয়, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ক্যানসাস, আরিজোনা প্রভৃতি স্টেটে প্রায় অর্ধ লক্ষাধিক পশু কোরবানি দেবেন বাংলাদেশিরা।

বলে রাখা ভাল, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হল বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় ঈদ-উল-আজহা।