রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

বোমা হামলার হুমকি, জর্জিয়ায় নির্বাচনকর্মী গ্রেফতার

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪

প্রিন্ট করুন

জর্জিয়া, যুক্তরাষ্ট্র: নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একজন নির্বাচনকর্মীকে গ্রেফতার করা হয়ছে। সোমবার (৪ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। সংবাদ রয়টার্সের।

ওই নির্বাচনকর্মী জর্জিয়ায় আগাম ভোটের সময় একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচন কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠিয়ে নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন। তবে, চিঠির ভাষা দেখে মনে হচ্ছে, সেটি কোন ভোটার পাঠিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা জানিয়েছেন, গ্রেফতার ওই ব্যক্তির নাম নিকোলাস উইমবিশ। তিনি গেল ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টি ইলেকশন অফিসে একজন নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সাথে তার ঝগড়া হয়েছিল।

উইমবিশ পর দিন কাউন্টির প্রধান নির্বাচনী কর্মকর্তাকে (ইলেকশন সুপারিনটেনডেন্ট) একটি চিঠি পাঠান। প্রসিকিউটররা বলেন, ‘সেটি এমনভাবে লেখা হয়েছে যেন, চিঠিটি ওই ভোটারের কাছ থেকেই এসেছে।’

চিঠিতে অভিযোগ তোলা হয়, উইমবিশ একজন ‘উদারনৈতিক গুপ্ত ভোট প্রতারক’। তিনি লাইনে থাকা ভোটারদের ভোট দেয়া নিয়ে বিভ্রান্ত করেছিলেন। অভিযোগপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানায়, চিঠির শেষে একজন ‘জোন্স কাউন্টি ভোটার’ সই করা। চিঠিতে আরো বলা হয়েছে, ‘উইমবিশ এবং অন্যদের ‘উচিত নিজেদের পেছনে কী হচ্ছে সেদিকে খেয়াল রাখা’ এবং সতর্ক করে দিয়ে বলেছে, ‘আমাদের নির্বাচন চুরি নিয়ে লোকজন চরম শিক্ষা পাবে!’

চিঠির শেষে হাতে লেখা একটি নোট ছিল বলেও জানান প্রসিকিউটরা। সেখানে লেখা ছিল, ‘আগাম ভোটের জায়গায় বোমা, চুরুট জ্বলছে, নিরাপদ থাকুন।’

উইমবিশের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেয়া, বোমা হামলা নিয়ে ভুয়া তথ্য দেয়া এবং এফবিআইকে মিথ্যা বয়ান দেয়ার অভিযোগ আনা হয়েছে।