শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ভয়ানক দাবানলে পুড়ছে টেক্সাস, মৃত দুই

শনিবার, মার্চ ২, ২০২৪

প্রিন্ট করুন

টেক্সাস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দাবানলে পুড়ে দুইজনের মৃত্যু হয়েছে। প্রবল বাতাস ও উষ্ণ আবহাওয়ার কারণে দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন। আগুন গ্রাস করছে নতুন নতুন এলাকায়। দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের একমাত্র পারমাণবিক অস্ত্রকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে শুরু হওয়া এ দাবানলের আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে টেক্সাসের পরিস্থিতি। এ পর্যন্ত দশ লাখ একরের বেশি জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িঘর, তৃণভূমি কোন কিছুই বাদ যায়নি আগুনের লেলিহান শিখা থেকে।

তবে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বরফ পড়ায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে দাবানল। এছাড়া, পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়েছে দাবানল। দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের একমাত্র পারমাণবিক অস্ত্রকেন্দ্র প্যান্টেক্স সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) টেক্সাস পরিদর্শনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণে সব ধরনের প্রচেষ্টা চালাতে নির্দেশনা দেন।