সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

শিরোনাম

ভার্জিনিয়ায় ৩৯তম আটলান্টা ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন

সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

প্রিন্ট করুন

ভার্জিনিয়া: ‍৩৯তম আটলান্টা ফোবানার মিট এন্ড গ্রীট ভার্জিনিয়ার স্প্রিংফিডের নিরালা ব্যাংকুয়েট হলে গত শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

সভায় মিডিয়া কমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব এন্থনী গোমেজ ফোবানার বিষয়বস্তুু আলোকপাত করেন।

হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া ৩৯তম আটলান্টা ফোবানার নানা আপডেট উপস্থাপন করেন এবং ওয়াশিংটন ও ভার্জিনিয়ার সকলকে আটলান্টায় আমন্ত্রন জানান।

মাহবুব ভুইয়া জানান, এবারের আয়োজক কমিটির নেতৃবৃন্দ এনআরবি ও সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে বিজনেস নেটওয়ার্ক তৈরি ও অভিজ্ঞতা বিনিময়, বিজনেস লাঞ্চ, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন আসর, বিজ্ঞান মেলা, হস্তশিল্প মেলা, যুবমেলা, কাব্য জলসা, বইমেলা, ইয়ুথ ফোরাম গঠন, জব ট্রেইনিং, রিজিউমে প্রিপারেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় নিয়ে ভিন্ন মাত্রার একটি ফোবানা সম্মেলন আয়োজন করবে। যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফোবানা সম্মেলনের সদ্য সাবেক চেয়ারম্যান অ্যাটর্নি আলমগীর, ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আহমেদ, ফোবানা কেন্দ্রীয় কমিটির কোষাধক্য প্রিয়লাল কর্মকার, হোস্ট কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, কোঅর্ডিনেটর নাহিদুল খান, সিনিয়র সহ-কোঅর্ডিনেটর কাজী নাহিদ, মেম্বার সেক্রেটারি মাহমুদুর রহমান ভূঁইয়া, ভার্জিনিয়ার প্রবীণ জনহিতৈষী মজহারুল হক, ৩৮ তম ফোবানা সম্মেলনের প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, মেম্বার সেক্রেটারি আবু রুমি ।

৩৯তম আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ওয়াশিংটনের নেতৃবৃন্দ ও স্পনসরদের আটলান্টা ফোবানায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।