ভোলা: ভোলা জেলার উপজেলা সদরের ইলিশা গ্যাস ক্ষেত্রের ইলিশা-১ নামের নতুন কূপে তৃতীয় স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষার শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকাল সাতটায় তিন হাজার ২৫০ থেকে ৩২৫৪ মিটার মাটির গভীরে আগুন প্রজ্জ্বলনের মাধ্যমে গ্যাস উত্তোলনের এ পরীক্ষা শুরু হয়। আশা করা হচ্ছে, নতুন এ গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা দুই কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং কূপটিতে ২০০ বিসিএফ বা তারো বেশি পরিমান গ্যাসের মজুদ রয়েছে।
এর আগে কূপটিতে গেল ২৮ এপ্রিল পরীক্ষামূলকভাবে প্রথম ডিএসটির কার্যক্রম সফলভাবে শুরু করা হয় এবং ৭ মে দ্বিতীয় ডিএসটি শুরু হয়। সোমবার তৃতীয় স্তরের টেস্ট শুরু হল। গেল ৯ মার্চ সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট সংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপের খনন কাজ শুরু হয়।
বাপেক্সের মহা ব্যবস্থাপক (ভূ-তাত্ত্বিক বিভাগ) মো. আলমগীর হোসেন জানান, সোমবার সকালে আমাদের তৃতীয় ডিএসটি সফলভাবে শুরু করা হয়েছে। মাটির নিচে গ্যাসের প্রেসারও বেশ ভাল রয়েছে। প্রথম দিন গ্যাসের প্রেসার রয়েছে তিন হাজার ৪০০ পিএসআই। এ পরীক্ষামূলক গ্যাস উত্তোলন মোট ৭২ ঘন্টা চলবে। গ্যাসের লাইনগুলো পরিস্কার হচ্ছে। তাই, এ প্রেসার আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী চূড়ান্ত পর্যায়ে গ্যাস উত্তোলনের লক্ষ্যে কাজ শুরু হবে।
বাপেক্স সূত্র জানায়, নতুন এ গ্যাস ক্ষেত্রের কূপ নিয়ে জেলায় মোট তিনটি গ্যাস ক্ষেত্রের নয়টি কূপ রয়েছে। এগুলো হল- বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র ছয়টি কূপ, সদরের ভেদুরিয়া ইউনিয়নের ভোলা নর্থের দুইটি ও সর্বশেষ ইলিশা গ্যাস ক্ষেত্রের ইলিশা এক কূপ। যা থেকে দৈনিক মোট ১৮০ থেকে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা রয়েছে। এছাড়া, নতুন এ গ্যাস ক্ষেত্র হতে যাচ্ছে দেশের ২৯তম গ্যাস ক্ষেত্র।