শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মহেশখালীতে আশ্রয়ণ-২ প্রকল্পের ১৪টি ব্যারাক হাউজ হস্তান্তর বাংলাদেশ নৌবাহিনীর

বুধবার, মার্চ ১, ২০২৩

প্রিন্ট করুন

মহেশখালী, কক্সবাজার: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঘটিভাঙ্গায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ১৪টি ব্যারাক হাউজ বুধবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী এ ব্যারাক হাউজগুলো নির্মাণ করে। প্রতিটি ব্যারাক হাউজে পাঁচটি করে মোট ৭০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাক হাউজে পৃথক পৃথক রান্নাঘর ও বাথুরুমের সুবিধা রয়েছে।

ব্যারাক হাউজগুলো হস্তান্তরের সময় নৌবাহিনীর প্রতিনিধি ও জেলা প্রশাসকের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বলে রাখা ভাল, বাংলাদেশ নৌবাহিনী ২০২১ সালের ২৯ নভেম্বর হতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ ব্যারাক হাউজগুলো নির্মাণের কাজ শুরু করে। পাশাপাশি কমান্ডার চট্টগ্রাম নৌ অধীনস্থ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ৬০টি, ভোলা জেলার লালমোহন ও মনপুরা উপজেলায় ২২টি এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ২০৮টি প্রকল্পের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কার্যক্রম শেষ হলে আরো এক হাজার ৪৫০টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বাগেরহাট, ভোলা, নোয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও ঝালকাঠি জেলায় নৌবাহিনীর তত্ত্বাবধানে ব্যারাক হাউজ নির্মাণ কাজ চলছে।