শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

মাত্র দুই মাস পার হতেই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ

শনিবার, অক্টোবর ১২, ২০২৪

প্রিন্ট করুন
আফম বাহাউদ্দিন নাছিম

ঢাকা: বাংলাদেশ দেউলিয়া হওয়ার পথে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেছেন, ‘দেউলিয়া হওয়ার পথে তালিকায় তো বাংলাদেশের নাম পূর্বে ছিল না। মুহাম্মদ ইউনূসের শাসনামলে তা হয়েছে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে এক সংবাদ মাধ্যমের সাথে হোয়াটসঅ্যাপে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। উনার (মুহাম্মদ ইউনূস) শাসনামলে তালিকায় নাম এসেছে। দেউলিয়া হওয়ার পথে তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশের মানুষও এত দিন ভাবেনি। এখন কী হয়েছে! মাত্র দুই মাস পার হতেই দেউলিয়ার পথে তালিকায় নাম এসেছে।’

তিনি আরো বলেন, ‘দেউলিয়া হলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। দুই মাসের মধ্যে এখানে নিয়ে যাওয়ার জন্য কে দায়ী? কলকারখানা বন্ধ, দরিদ্র মানুষ কষ্টে আছে। প্রতিটা জিনিসের মূল্য বাড়ছে।’

নাছিম বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সাথে আছে। আওয়ামী লীগকে যারা গ্রেফতারের মধ্য দিয়ে, মিথ্যা মামলার মধ্য দিয়ে নিশ্চিহ্ন করতে চায়, তারা দুঃস্বপ্ন দেখছে।’

বলে রাখা ভাল, ভারতীয় সংবাদ মাধ্যম সিএনবিসি টিভি১৮ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যে তালিকায় বাংলাদেশও রয়েছে। এ ছাড়া, রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা।