ইরান: ‘যুক্তরাষ্ট্রের সরকার মানবতাবিরোধী অনেক অপরাধ করেছে। তারা বিভিন্ন দেশে সরাসরি বেসামরিক জনগণ হত্যায় জড়িত।’ বলেছেন ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী। রোববার (১৪ মে) তিনি এসব কথা বলেন।
কাজেম গরিবাবাদী আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের অপরাধযজ্ঞ সম্পর্কে ইরানি জনগণকে সচেতন করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ নেয়া প্রয়োজন।’
‘দেশের মানুষের জানা উচিত যে, যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে কী ধরনের অপরাধযজ্ঞ চালিয়েছে। এটি জানতে হবে এ কারণে যে, মার্কিনরা সরাসরি ইরানের বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর মধ্যে একটি হচ্ছে ১৭ হাজার ইরানি নাগরিককে খুন ও দ্বিতীয়টি হচ্ছে- সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মহানায়ক লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে খুন।’
মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার ইরানের ওপর অনেক বছর থেকে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। যার কারণে ইরানের সব ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান একটি ভিকটিম দেশে পরিণত হয়েছে।’