ঢাকা: সম্প্রতি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে যে বাগ-বিতর্ক ও অপ্রয়োজনীয় কথাবার্তা চলছে, তা পরিহারের আহবান জানিয়েছে ন্যাপ ভাসানী।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ মোস্তাক আহমেদ ভাসানী এ আহবান জানান।
তিনি বলেন, ‘আমেরিকার অনেক বিনিয়োগ এ দেশে রয়েছে। ব্যবসায়-বাণিজ্যসহ গার্মেন্টসের বহু ওয়ার্ক অর্ডার আমাদের দেশে এসেছে। আর ডিভি লটারির মাধ্যমে লক্ষ লক্ষ লোক আমেরিকাতে ভিসা পেয়েছে পুনর্বাসিত হয়েছে বিধায় আমরা চাই, মার্কিন বাংলাদেশ বন্ধুত্ব অটুট থাকুক, এর যাতে কোন ভাবে ব্যত্যয় না ঘটে।’
মোস্তাক আহমেদ আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের শাহীনবাগের বাসায় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অপর একটি পক্ষ উপস্থিত হওয়ায় বিব্রতকর অবস্থা তৈরি হয়েছিল। রাষ্ট্রদূত মিটিং না করে তড়িঘড়ি করে নিরাপত্তাজনিত কারণে চলে যায়। এটা সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমরা তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের আচরণ যাতে পুনরায় না ঘটে, সবাইকে সহনশীল হওয়ার আহবান জানাচ্ছি। আমরা চাই, মার্কিন-বাংলাদেশ বন্ধুত্ব অটুট থাকুক। ব্যবসায়-বাণিজ্য সুদৃঢ় হোক।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক সভাপতি এমএ জলিল, কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেসুর রহমান, বাদশাহ উদ্দিন মিন্টু, মো. বাসার শরিফ ও মুকিম হক।