রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

মার্কিনিদের রক্ষায় শক্তি প্রয়োগে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র

রবিবার, মার্চ ২৬, ২০২৩

প্রিন্ট করুন

অটোয়া, কানাড: ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘মার্কিনিদের রক্ষায় যুক্তরাষ্ট্র কখনোই শক্তি প্রয়োগে দ্বিধা করবে না। সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর বিমান হামলার এক দিন পর শুক্রবার (২৪ মার্চ) বাইডেন এ কথা বলেন।। খবর দ্য গার্ডিয়ানের।

কানাডা সফররত জো বাইডেন সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানকে উদ্দেশ্য করে বলেন, ‘কোন ভুল করবেন না: যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাতে জড়াতে চায় না, তবে আমাদের জনগণকে রক্ষায় আমরা শক্তি প্রয়োগ করতেও পিছপা হব না।’

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণে ইরানের বড় ধরনের ক্ষতি হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমরা কোনভাবেই থামছি না।’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ‘শুক্রবার (২৪ মার্চ) সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলার উত্তরে ইরান সমর্থিত বাহিনীর হামলায় মার্কিন এক সেনা সদস্য আহত হয়েছেন। তার আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) হামলায় মার্কিন এক ঠিকাদার নিহত ও মার্কিন পাঁচ সেনা এবং অন্য একজন ঠিকাদার আহত হন।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন দুই কর্মকর্তা বলেছেন, ‘মনে হচ্ছে ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।’ সিরিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের বাহিনী এর আগেও ড্রোন দিয়ে হামলার শিকার হলেও মৃত্যুর ঘটনা বিরল।

এর আগে, বৃহস্পতিবার (২৩ মার্চ) সিরিয়ায় ইরানপন্থি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলার উত্তরে দেশটির পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালানো হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। এ হামলায় গোষ্ঠীটির ১১ সদস্য নিহত হয়।