বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

শিরোনাম

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে অবৈধ ৮৫ বাংলাদেশি আটক

শুক্রবার, জানুয়ারী ২৬, ২০২৪

প্রিন্ট করুন

মালয়েশিয়া: মালয়েশিয়ায় অভিবাসন সংশ্লিষ্ট নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮৫ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। পৃথক স্থানে অভিযান চালিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাদরেকে আটক করেছে। মালয়েশিয়ার সেরেমবান ও সেনাই এলাকার কয়েকটি কারখানায় এ তল্লাশি অভিযান চালানো হয়। খবর দ্য স্টার, মালয় মেইলে।

বুধবার (২৪ জানুয়ারি) সেরেমবানে অভিযান চালিয়ে ১১০ বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা দশজন।

অন্য দিকে, জোহর প্রদেশের অভিবাসন বিভাগ সেনাইয়ের কয়েকটি কারখানা থেকে ৬৯ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়। তারা কেউই বৈধ ওয়ার্ক পারমিট দেখাতে পারেনি।

দুটি গণমাধ্যমে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে সব মিলিয়ে ৮৫ জন বাংলাদেশিকে আটকের তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেছেন, ‘বুধবারের অভিযানে আটক ১১০ বিদেশির মধ্যে ৯১ জন পুরুষ। অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এসব প্রবাসী শ্রমিকদের আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘চলতি অভিযানে এ পর্যন্ত পাঁচ শিশুসহ ৬২৮ বিদেশিকে আটক করা হয়েছে। তবে যাদের বৈধ ভ্রমণ নথি ছিল, তাদের পরে ছেড়ে দেয়া হয়। ৬২৮ জনের মধ্যে ৫৮৪ জনই পুরুষ। রাজ্য ও সংস্থাগুলিসহ ৩০০ জনেরও বেশি কর্মী নিয়ে এ অভিযান চালানো হচ্ছে।’

জোহর অভিবাসন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, ‘বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়া বিদেশি শ্রমিকরা কাজ করছেন বলে তথ্য পাওয়ার পর বুধবার (২৪ জানুয়ারি) বিকালে সেনাইয়ের খাদ্য কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় আইনপ্রয়োগকারী কর্মকর্তারা মোট ১১০ জন বিদেশি ও স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে, তাদের মধ্যে ৪০ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়।