শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি ও ১৫ রোহিঙ্গা আটক

শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

প্রিন্ট করুন

চেরাস, মালয়েশিয়া: পোশাক কারখানায় অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর দ্যা স্টারের।

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ ও দুই সপ্তাহের নজরদারির পর বুধবার (১১ ডিসেম্বর) চেরাসের পোশাক কারখানায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, ‘অভিযান চলাকালে ৪৬ বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষকে গ্রেফতার করা হয়, তিনি ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি অবৈধ অভিবাসীদের নিয়োগ দিচ্ছিলেন।’

এ ছাড়া, ৩৪ জন বাংলাদেশি পুরুষ ও ১৫ জন মিয়ানমারের (রোহিঙ্গা) নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা পোশাককর্মী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা অভিবাসন কর্তৃপক্ষের।

কোম্পানিটি প্রায় দুই বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছিল বলে তদন্তে জানতে পেরেছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান বলেন, ‘অভিযানে প্রায় ৪০টি টাইম কার্ড ও বিভিন্ন সেলাই মেশিন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের সবাইকে আরও তদন্তের জন্য বুকিত জলিল ডিপোতে পাঠানো হয়েছে।’