ঢাকা, দক্ষিণ: মালিবাগ ট্রাজেডির ২৩ বছর পার হলেও খুনিদের বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি শহীদুল ইসলাম। মঙ্গলবার (১৫ আগস্ট) গণ মাধ্যমে পাঠানো যুক্ত বিবৃতিতে তারা এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘২০০২ এর ১৫ আগস্ট ঢাকার মালিবাগে মসজিদ রক্ষার আন্দোলনে ইসলমী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী হাফেজ আবুল বাশার, হাফেজ রেজাউল করীম ঢালী, মাদরাসা ছাত্র ইয়াহইয়া ও পথচারী জয়নুল আবদিনের খুনিদের আজো বিচার হয়নি। মসজিদের জমি দখল করে ক্লাব করার প্রতিবাদ ও মসজিদের জায়গা পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ হওয়ার ঘটনা অত্যন্ত পীড়াদায়ক। মসজিদের শহর ঢাকায় মসজিদ রক্ষার আন্দোলনে শহীদের খুনিদের আজো বিচার না হওয়ায় জাতি হিসেবে আমরা লজ্জিত।’
নেতা দুইজন দ্রুত মালিবাগ হত্যাকান্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
তারা আরো বলেন, ‘আমরা আশা করব, দ্রুত সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন।’
একই সাথে দুই নেতা শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করেন ও রাব্বুল আলামিনের দরবারে জান্নাতে শহীদদের উচ্চ মাকাম কামনা করেন।