টাঙ্গাইল: ঈদুল আজহার আলোচিত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। এতে ‘মাসুদ’ চরিত্রে অভিনয় করেন তিনি। মঙ্গলবার (১১ জুলাই) রাতে নিজের জন্মভূমি টাঙ্গাইলের ভূঞাপুরে যান অভিনেতা। এ সময় এলাকাবাসীর পক্ষ তাকে থেকে সংবর্ধনা দেয়া হয়।
আফরান নিশো প্রথম বারের মত চলচ্চিত্রে অভিনয় করছেন। তাই তার ভক্তরা ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সে অস্থায়ী হল তৈরি করেছেন। পরে, আয়োজকদের আমন্ত্রণে এ দিন পুরো ‘সুড়ঙ্গ’ টিম নিয়ে হাজির হন নিশো।
এ সময় প্রয়াত বাবাকে স্মরণ করে নিশো বলেন, ‘জন্মভূমির শেকড়টা ভুলতে চাই না কখনো। টাঙ্গাইলে আসলেই আমার ভাষা পাল্টে টাঙ্গাইলের মত হয়ে যায়। এ ছাড়া, আমার কাজের মধ্যেও এ ভাষাটা ব্যবহারের চেষ্টা করি। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রটিতে মাসুদের যে চরিত্রের গেটআপ, সেটা অনেকটা আমার বাবার মত, এটা কাউকে বলা হয়নি। আমার বাবা দেখতেও অনেকটা ওই রকমই ছিলেন। আমার মা বলেছেন, তোমাকে দেখতে একদম তোমার বাবার মত লাগতেছে।’
অভিনেতা আরো বলেন, ‘এক সময় ভূঞাপুরে দুইটা সিনেমা হল ছিল। কিন্তু, বর্তমানে একটাও নেই। তারপরও আমার জন্মস্থানে আমার ভক্তরা অস্থায়ী সিনেমা হল বানিয়ে চলচ্চিত্র দেখার সুযোগ করে দিয়েছে, তার জন্য আমি পুরো জীবন কৃতজ্ঞ থাকব। কোথাও আগে শুনিনি যে, এভাবে অস্থায়ী সিনেমা হল তৈরি করেছে। আমার এলাকাবাসী আমার জন্য করেছে। আজকে বড় পর্দায় কাজ করছি। কিন্তু, আজকে আমার বাবা থাকলে অন্য রকম হত। সে যে কত খুশি হ তো।’
‘সুড়ঙ্গে’ আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এ ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার, বাইজিদ হাসান ও সানজাত হাসান তুহিন। এ ছাড়া, আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে।
দেশের সীমানা ছাড়িয়ে সুড়ঙ্গ এরই মধ্যে দেশের বাইরেও মুক্তি পেয়েছে। শুক্রবার (৭ জুলাই) অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে মুক্তি পেয়েছে এটি এবং ২১ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে আরবি সাবটাইটেলে চলচ্চিত্রটি মুক্তির প্রক্রিয়া চলছে। ভারতের পশ্চিমবঙ্গেও যাচ্ছে এ চলচ্চিত্র।