শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

মিরপুরে বিজিএমইএ হাসপাতালের নির্মাণ কাজের দ্বিতীয় ধাপ উদ্বোধন

বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকার মিরপুরস্থ মিল্কভিটা রোডে বিজিএমইএ হাসপাতালের নির্মাণ কাজের দ্বিতীয় ধাপ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান কচি এর উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, বিজিএমইএ এর মিরপুর হাসপাতাল সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. জাহানদার রশিদ জুয়েল, মিরপুর স্বাস্থ্য কেন্দ্র ও স্কুল সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুলতান আহমেদ এবং শ্রম কল্যাণ ও শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আহাদ আনসারী, মিরপুর এলাকার পোশাক শিল্পের উদ্যোক্তাগণ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসএম মান্নান কচি বলেন, ‘যেহেতু পোশাক শিল্পের গৌরব ও অর্জন উদ্যোক্তা এবং শ্রমিকদের বহু বছরের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত হয়েছে, তাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিজিএমইএ পোশাক শ্রমিক তথা মিরপুর এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের সুচিকিৎসার জন্য এ হাসপাতালের কাজ দ্বিতীয় ধাপে শুরু করেছে।’

তিনি আরো বলেন, “এ হাসপাতালের মাধ্যমে এলাকার স্বাস্থ্য সেবাকে আরো অধিক উচ্চতায় নিয়ে যেতে চাই। হাসপাতালে জরুরি ইউনিটসহ প্রয়োজনীয় সব আধুনিক সুযোগ সুবিধা ও বিভাগ থাকবে।’

বলে রাখা ভাল, মিরপুরস্থ মিল্কভিটা রোডে ১৫০ শয্যাবিশিষ্ট দুইটি বেসমেন্টসহ আট তলা ভবনের বিজিএমইএ হাসপাতালটি গড়ে উঠছে। বর্তমানে নির্মাণাধীন বিজিএমইএ হাসপাতালটির নিচ তলায় বিজিএমইএ এর মিরপুর স্বাস্থ্য কেন্দ্রের কার্যকম পরিচালিত হচ্ছে। বিজিএমইএ এর এই স্বান্থ্য কেন্দ্র থেকে প্রতি মাসে এক হাজার থেকে এক হাজার ২০০ শ্রমিক বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন।