শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পাণ গেল একই পরিবারের চারজনের

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

প্রিন্ট করুন

মিরসরাই, চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নূরজাহান বেগম (৫০), তার কন্যা রেখা আক্তার (২৭), শিরিনা আক্তার (২৫) ও রেখার সাত মাস বয়সী পুত্র নিহাত। এ দুর্ঘটনায় রেখার স্বামী মোহাম্মদ সায়েম (৩৫) ও অটোচালক নিজাম উদ্দিন (৩০) আহত হয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার জানান, ভুট্টা বোঝাই একটি ঘাতক ট্রাক একই পরিবারের চারজনের প্রাণ কেড়ে নিয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকায়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সিএনজি অটোরিকশা করে মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে বড়তাকিয়া এলাকায় এসে সিএনজি থেকে নামার মুহূর্তে ভুট্টা বোঝাই দ্রুতগামী ট্রাক হঠাৎ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে একই পরিবারের মা, দুই কন্যা ও নাতির মৃত্যু হয়।