শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মিরসরাইয়ের লুৎফুল আহসান সিভাসুর নতুন উপাচার্য

রবিবার, জানুয়ারী ১, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন এনাটমি ও হিস্টোলজি বিভাগের শিক্ষক প্রফেসর এএসএম লুৎফুল আহসান। শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৫১.১৪.০১ মূলে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি রোববার (১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে সিভাসুর উপাচার্য পদে যোগ দেন।

এএসএম লুৎফুল আহসান চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় জন্ম নেন। তিনি সিভাসুর প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ২০০৩ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মলিকুলার বায়োলজি বিষয়ে বেলজিয়াম থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করন। ২০১৫ সালে তিনি ইতালির ইউনিভার্সিটি অব মিলান থেকে এনিম্যাল নিউট্রিশন ও ফুড সেফটি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি নেদারল্যান্ডস থেকে পিজিটি সম্পন্ন করেন।

এএসএম লুৎফুল আহসান ২০০৩ সালে সিভাসুতে প্রভাষক হিসেবে যোগ দেন। দীর্ঘ ২০ বছর ধরে তিনি গবেষণা ও অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এনাটামি ও হিস্টোলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। উপাচার্য পদে নিয়োগের আগে তিনি সিভাসুর গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনে এএসএম লুৎফুল আহসান বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশনের আজীবন সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক ফোরামের ২০২২-২০২৩ সালের কার্যকরী কমিটির একজন সদস্য।

উপাচার্য পদে নিযুক্ত হওয়ায় সিভাসুর শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।