রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শিরোনাম

মুনা সেন্টার অফ নিউ ইয়র্কের উদ্বোধন

শুক্রবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, ‍যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে অন্যতম বৃহৎ মসজিদ, বাংলাদেশী অধ্যুষিত ওজোন পার্কে মুনা সেন্টার অফ নিউইয়র্ক উদ্বোধন করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি দুপুর আনুষ্ঠানিকভাবে এর উদ্বােধন করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা তথা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলােয়ার হোসেইন।

প্রায় ৩৫ হাজার হাজার স্কোয়ার ফিট এলাকার মুনা সেন্টার অফ নিউ ইয়র্কে ২২ হাজার স্কয়ার ফিট এলাকা কেবল নামাজের জন্য ব্যবহার করা হবে।

সেন্টারের কর্মকর্তারা জানান, এক সাথে প্রায় ৫ হাজার মুসুল্লি এখানে নামাজ পড়তে পারবেন। সেন্টারের বাকী অংশ অন্যান্য কাজে ব্যবহার হবে।

সেন্টারের পাৰ্কিং লটে শতাধিক গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা আছে।

মুনা সেন্টার অফ নিউইয়র্কের সভাপতির দায়িত্ব পালন করছেন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন।