শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

মূকাভিনয় আবারও রাজপথে

শুক্রবার, মে ৯, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: ‘প্রতিবাদে বিক্ষোভে, অবিচল মূকাভিনয়ে’ শিরোনামে বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের উদ্যোগে আগামীকাল শনিবার (১০ মে) সকাল সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থগার ও আশেপাশে মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদভুক্ত চারটি দল সাইলেন্ট থিয়েটার, মাইম আর্ট, মুক্তবিহঙ্গ ও ঢাবি মাইম এ্যাকশন মূকাভিনয় প্রদর্শন করবে।

এছাড়া দেশের প্রথম মূকাভিনয়শিল্পী বীর দেওয়ান মামুনও প্রদর্শনীতে অংশ নেন।

আয়োজনে অতিথি থাকবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সন্বয়ক দিদারুল ভুঁইয়া, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী, ঢাবি মাইম এ্যাকশনের সভাপতি উবায়দুল্লাহ রিদওয়ান। শুভেচ্ছা বক্তব্য দেবেন মূকাভিনয়শিল্পী নিথর মাহবুব।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন পথমূকাভিনয় পরিষদের সহসভাপতি আসবাবীর রাফসান।

গণতন্ত্রের পথে নব যাত্রায় পথমূকাভিনয় পরিষদের এই আয়োজন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান রইল।