শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

মে দিবসে কর্নেল হাটে বীজন নাট্য গোষ্ঠীর নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’

মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোকিত সমাজের উদ্যোগে চট্টগ্রাম সিটির কর্নেল হাটের কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আগামী ১ মে সকাল দশটায় নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটি প্রযোজনা করেছে বীজন নাট্য গোষ্ঠী।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন জুয়েল, সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, কবি ও লেখক গোলাম মাওলা জসিম।

আয়োজনের প্রথম পর্বে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে আহাম্মদ কবির রচিত ও মোশারফ ভূঁইয়া পলাশ নির্দেশিত নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চ’স্থ হবে। নাটকটিতে একজন শ্রমিক কিভাবে তার আয়ের একটা অংশ সংসারের জন্য ব্যয় করে এবং সে নিজেই শ্রম দিয়ে পৃথিবীর সব নিত্য প্রয়োজনীয় পণ্য নির্মাণ করে তার ব্যাখ্যা দেয়া হয়েছে। সে এটাকে তার অহংকার ও গর্ব হিসেবে নিজেকে উপলব্ধি করে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সায়েম উদ্দিন, আবদুল মান্নান, মো. হারুন উর রশীদ, বীনা দাশ গুপ্ত, রহিমা আক্তার প্রমা।