শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ম্যারিল্যান্ডে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশনের ‘ফাল্গুনের ভালবাসা সন্ধ্যা’

রবিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৩

প্রিন্ট করুন

ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র: প্রকৃতিতে সবে এসেছে বসন্ত। তবে এ বসন্তেও বৃষ্টি। এ বৃষ্টি বসন্তের উন্মাদনা থামিয়ে দেবে কিনা, সেই সংশয় ছিল। তবে তেমনটা হতে দিতে পারে না বসন্ত বিলাসীরা। তাইতো পায়জামা-পাঞ্জাবি আর শাড়িতে অপরূপ বাঙালি সাজে সেজে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের রকভিলে এক্সেকিউটিভ অফিস বিল্ডিং অডিটোরিয়ামে বসন্ত বরণে মেতেছিল বাঙালি আমেরিকানরা।

রোববার (১২ ফেব্রুয়রি) বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ফাল্গুনের ভালবাসা সন্ধ্যা। যেখানে ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া ও নিউইয়র্ক থেকে অতিথিদের আগমণে এক মিলন মেলায় পরিণত হয়।

হাতে চুড়ি, কানে দুল, কপালে লাল টিপ- সব মিলিয়ে একেবারে বাঙালি সাজ। লাল-বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবিতে বসন্তপ্রেমীদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল পুরো অডিটোরিয়াম। এছাড়া, বসন্ত বরণ ও ভালবাসা দিবসের অনুষ্ঠান উপলক্ষে এ দিন সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠানস্থল। হরেক রকমের ফুল-বেলুনে বর্ণিল সাজে সজ্জ্বিত হয়েছিল অডিটোরিয়াম। শুধু নাচ-গান আড্ডা নয়, সংগঠনটির খাবার পরিবেশনায়ও ছিল নান্দনিকতা। যেখানে খাবার ডোকোরেশনে ব্যবহার করা হয়েছে শিল্পীর করুকাজ।

এক দিকে, বসন্ত অন্য দিকে, ভালবাসা দিবস। দুইয়ে মিলে এক চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বসন্ত বরণের নানা আয়োজনের সাথে ছিল ভালোবাসা দিবস উপলক্ষে জন্য দম্পতিদের ‘কাপলস গেম’। ফাল্গুন আর ভালবাসার গান, কবিতা, ম্যাজিক শো- সব মিলিয়ে এ ফাল্গুনে একটি চমৎকার সন্ধ্যা উপহার দেয় সংগঠনটি। অনুষ্ঠানে এনআরবি এবং ঢালিউড অ্যাওয়ার্ড প্রাপ্ত উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী ত্রিনিয়া হাসান মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।

বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশনের সভাপতি হাসান চৌধুরী বলেন, ‘আমরা চেয়েছি, বসন্ত ও ভালবাসা দিবস উপলক্ষে সুন্দর একটি আয়োজন করতে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ যে, সবার উপস্থিতিতে আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এ পুরো আয়োজনে যারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমেরিকান আইটি পিপলস অরগানাইজেশনের সভাপতি শামসুদ্দিন মাহমুদ, আইটি বিশেষজ্ঞ স্যাম রিয়া, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিপ, ঢাকা ইউনিভার্সিটি এলুমনাই ফোরাম ইনকের ভাইস-প্রেসিডেন্ট ইশরাত সুলতানা মিতা, সাবেক সভাপতি মিজানুর রহমান, বিইএসটির সভাপতি ফয়সাল কাদের, কংগ্রেসম্যান ডেভিড ট্রনের উপদেষ্টা কবিরুল ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক আনিসুর রহমান পলাশ, প্রিয়বাংলার সিইও প্রিয়লাল কর্মকার, মেরিল্যান্ড এফএন্ডএফের সভাপতি মোহাম্মদ কাজল, বর্ণমালা বাংলা স্কুলের সভাপতি নাজনীন আক্তার, ব্যবসায়ী ময়নুল হাসান মজুমদার, আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্টিটেক্টসের সাবেক সভাপতি মিজানুর রহমান, বর্তমান সভাপতি শাহিদা আবেদিন, বাগডিসির সেক্রেটারি কচি খান, ইফতিখার আলম সিদ্দিক, রিয়েলটর তুহিন ইসলাম, রিয়েলটর লিটু চৌধুরী, গ্র্যান্ড স্পন্সর অ্যাপল হোম কেয়ারের সিইও জাফরিন আহমেদ।

রুম্পা বড়ুয়া ও সুমাইয়া মাহির উপস্থাপনায় অন্যদের মধ্যে সংগঠনের উপদেষ্টা লস্কর আহমেদ, হুমায়ুন কবির বাবু, সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক সারওয়ার মিয়া, সহকারী সাধারণ সম্পাদক মুতালিব মামুন, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হাসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাফি উল্লাহ, শিক্ষা সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন আয়োজনের উপস্থিত ছিলেন।