শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্টের নৌবাহিনীর প্রধান পদে প্রথম কোন নারীকে মনোনয়ন দিচ্ছেন বাইডেন

শনিবার, জুলাই ২২, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: প্রথম কোন নারীকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান পদে মনোনয়ন দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। নৌবাহিনীর প্রধান হিসেবে মনোনয়ন পেতে যাওয়া ওই নারীর নাম অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি। শুক্রবার (২১ জুলাই) বাইডেন এ ঘোষণা দেন।

এ মনোনয়ন চূড়ান্ত হলে লিসা হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। তবে, এ জন্য যুক্তরাষ্ট্রের সিনেটে লিসার এ নিয়োগের অনুমোদন পেতে হবে।

এ ব্যাপারে বাইডেন বলেন, ‘একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।’

তিনি আরো বলেন, ‘এটি চূড়ান্ত হলে লিসা একাধারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রথম নারী প্রধান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফস অব স্টাফ হবেন।’

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে তাঁর চার বছরের মেয়াদ শেষ করবেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা। ইউরোপ ও আফ্রিকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লিসার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপপ্রধান হন।