রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ভারমুক্ত ৯ বছর পর

রবিবার, আগস্ট ১৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: দীর্ঘ নয় বছর ভারপ্রাপ্ত হিসেবে কাজ করা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ তারাকে ভারমুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন জামালপুর জেলার সরিষাবাড়ীর এ কৃতি সন্তান। রোববার (৬ আগস্ট) আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

জানা যায়, শেখ হাসিনা ২০১১ সালের সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরকালীন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠন করেন। ওই কমিটিতে সিদ্দিকুর রহমানকে সভাপতি ও সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরবর্তী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদুর রহমান সাজ্জাদ কেন্দ্রের নির্দেশে বহিষ্কৃত হলে সংগঠনের প্রথম যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর অনুপস্থিতিতে অপর যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় কেন্দ্র থেকে। সেই থেকে আব্দুস সামাদ ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আব্দুস সামাদ আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। ছোটবেলা থেকে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে জন্ম নেন। আব্দুস সামাদ নয় বছর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আব্দুস সামাদ একজন নির্লোভ, নিরহংকার, দুর্নীতিমুক্ত, সৎ মানুষ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর ৪ সরিষাবাড়ী আসন থেকে সাংসদ প্রাথীর মনোনয়ন প্রত্যাশী আব্দুস সামাদ

আব্দুস সামাদ আজাদ ভারমুক্ত হওয়ার ব্যাপারে সোমবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিবৃতিতে বলেছেন, ‘আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় রোববার (৬ আগস্ট) দলীয় প্রধান শেখ হাসিনা জনৈক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের আবেদনের উত্তরে আব্দুস সামাদ আজাদসহ ঘোষণার মাধ্যমে সব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে ভার মুক্ত করে দিয়েছেন। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলাম।’

‘ওই ঘোষণা মোতাবেক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ভারমুক্ত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) থেকে আব্দুস সামাদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। কার্যকরি কমিটির সব সদস্যকে আব্দুস সামাদকেকে সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।’