রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হলেন আট বাংলাদেশি

বুধবার, মে ১৭, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের পরিচিত গণমাধ্যম ‘সিবিএনটিভি ইউএসএ’ এর উদ্যেগে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা। বেশ কয়েক পর্ব শেষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আটজন বিজয়ী হয়েছে।

বিজয়ীরা হলেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার আলা উদ্দিন আস সানি, দারুল উলুম হাটাজারী মাদ্রাসার মুহাম্মদ আসেম, জামালপুর মাদ্রাসার এনামুল হক রাকিব, বাগেরহাট পিসি কলেজের মুহাম্মদ মহিউদ্দিন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের রাকিবুল হাসান, খুলনা ক্যাডেট মাদ্রাসা আব্দুল্লাহ আল মিকদাদ, নেত্রকোনা জামিয়াতুল দাখিল মাদ্রাসার মুহাম্মদ ইউছুপ, টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ চট্টগ্রামের নাজমুর রাব্বানি।

রমজানে তরুণ প্রজন্মকে কুরআন তিলাওয়াতে আরো উদ্ধুদ্ধ করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাথমিকভাবে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিবন্ধন করেন। পরে গত ১৪ এপ্রিলে অনলাইন প্লাটফর্ম গুগল মিটের মাধ্যমে এ প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ।

আয়োজকরা জানান, প্রাথমিক পর্বে বাংলাদেশের প্রায় ১৫টি জেলা থেকে ৯০ জন রেজিস্ট্রেশন করেন। যেখান থেকে প্রথম পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে ৬০ জন অংশ নেন। পরে বিজ্ঞ আলেমদের বিচারে ১৫ জনকে সমাপনী পর্বের জন্য বাছাই করা হয়৷ যেখান থেকে আটজনকে পুরষ্কৃত করা হয়েছে। বিজয়ীদেরকে অনুযায়ী নগদ অর্থ ও সনদ দেয়া হয়।

প্রতিযোগিতায় সুরা বাকারাহ, সুরা আলে ইমরান, সুরা নিসা, সুরা আনফাল, সুরা তাওবা, সুরা বনী ইসরাইল, সুরা ফুরকান, সুরা মূলক, সুরা ইনফিতার- এসব সূরার যে কোন দুইটি থেকে কিছু আয়াত তিলাওয়াত করেন প্রতিযোগিরা।

এতে বিচারক হিসেবে থেকে হাফেজ আব্দুল্লাহ বলেন, ‘আমরা অসাধারণ কিছু প্রতিযোগী পেয়েছি। আমাদের দেশের ছেলে-মেয়েদের তিলাওয়াত অত্যন্ত সুন্দর। তবে, অনেকের তিলাওয়াতে তাজবীদজনিত সমস্যা রয়েছে।’

এ পুরো আয়োজনের গ্রান্ড স্পন্সর করেছে এসেনসিয়াল হোম কেয়ার। এছাড়া, কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টর ইনক ও সেলএক্সেস ফোন রিফেয়ারও স্পন্সর করেছে।