শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে খেলতে আসছেন আকরাম-আতহাররা

বুধবার, জুলাই ১২, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা/নিউইয়র্ক: বহু পূর্বে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলি খানরা। তবে, ২২ গজের লড়াইয়ে ফের দেখা যাবে বাংলাদেশের এ লিজেন্ডদের। যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে খেলতে দেখা যেত আকরাম খান, জাভেদ ওমর বেলিমকে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসের মত দিনগুলোতে খেলতেন ৯০ দশকের এ ক্রিকেটাররা। এবারই খেলবেন সাবেক এ বাংলাদেশি ক্রিকেটাররা।

সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত এ স্কোয়াডের নাম দেয়া হয়েছে বাংলাদেশ টাইগার্স। এ দলে রয়েছেন আকরাম খান, আতহার আলি খান, জাভেদ ওমর বেলিমের মত ক্রিকেটাররা। পাশাপাশি, তাদের সাথে খেলবেন এ যুগের বেশ কিছু টাইগার ক্রিকেটাররাও।

তবে, এ স্কোয়াডে নেই সুজন, পাইলট কিংবা বাশারের মত ক্রিকেটাররা। আগামী ১৭ ও ১৯ জুলাই যথাক্রমে নিউইয়র্ক বাংলাদেশ টাইগার্স ও আটালান্টা ফায়ারের মুখোমুখি হবে বাংলাদেশ টাইগার্সের এ স্কোয়াডটি। ১৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ১১টায় প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ টাইগার্স। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড: আতহার আলি খান, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ, এনামুল হক মনি, জাভেদ ওমর বেলিম, শাহরিয়ায় হোসেন বিদ্যুৎ, সানোয়ার হোসেন, শরীফুল হক প্লাবন, হান্নান সরকার, তাপস বৈশ্য, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, তানভীন আহমেদ টিটু, ইমরান হামিদ ও দাইয়ান বেলিম।