নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কে ৫৩তম বিজয় দিবস পালন করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। এ উপলক্ষে রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেন রেষ্টুরেন্ট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় এতে কয়েকজন অতিথি অংশ নেন।
খোঁজ নিয়ে জানা যায়, এই অতিথিরাই ছিলেন অনুষ্ঠানের শ্রোতা। অতিথিদের বাহিরে তেমন কোন কর্মী এই অনুষ্ঠানে অংশ নেয়নি। প্রতি বছরের মত এবারও কয়েকজনকে নিয়ে বিজয় দিবস পালন করে সংগঠনটি। পরবর্তী আবু তালেব চৌধুরী চান্দু বড়সর আয়োজন দেখিয়ে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠান।
বিষয়টিকে এক ধরনের প্রতারণা হিসেবে দেখছেন সংগঠনেরই অনেকে। কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে একইভাবে দায়সারা আয়োজনে বিজয় দিবস পালন করে আসছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। একই ব্যক্তিদের নিয়েই আয়োজন করা হয় এই অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তিতে অতিথিদের যে সারির ছবি পাঠানো হয়, এর বাহিরে তেমন কোন উপস্থিতি থাকে না।
এ দিকে, আবু তালেব চৌধুরী চান্দু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বক্তব্য দেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জসিম চৌধুরী ও মো. আলী, সিনিয়র সহসভাপতি হারিস উদ্দিন আহমেদ, সহসভাপতি মো. সেলিম আহমেদ ও শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ জিএম ইলিয়াস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, জাতীয় ছাত্র সমাজের সভপতি মো. ফয়েজ উদ্দিন, যুব সম্পাদক আবদুল মোতালেব, সমাজ কল্যাণ সম্পাদক মো. মুসলিম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভার শুরুতে ৭১ সালে যারা যুদ্ধে নিজের জীবন ত্যাগ করেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।