শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ঢুকতে ভিসা লাগবে না ইসরাইলিদের

শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: এখন থেকে ভিসা ব্যতীত ই ‍যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন ইসরাইলিরা। ভ্রমণ ব্যতীত ব্যবসায়ের কাজেও তারা সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলের দূতাবাস এ ঘোষণা দিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

পৃথিবীর কয়েক ডজন দেশ যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশ ও ভ্রমণ সুবিধা পেয়ে থাকে। এর মধ্যদিয়ে এবার সেই তালিকায় যোগ হল ইসরাইল।

গেল ২৭ সেপ্টেম্বরই ইসরাইলিদের ভিসা ব্যতীত যুক্তরাষ্ট্রে ঢুকার ব্যাপারটি জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সরকার। এ সুবিধা চালু হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে।

তবে, গেল ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইসরাইলের সংঘাত শুরু হওয়ার ১৩তম দিনের মাথায় এটা কর্যকর হল।

এখন থেকে ইসরাইলিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে দেশটির ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনে (ইএসটিএ) আবেদন করতে হবে।

ইএসটিএ ব্যবস্থার মাধ্যমে কোন দেশের নাগরিক ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য কি না, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়।

তবে, ১৮ বছরের বেশি বয়সী যেসব ইসরাইলিদের বায়োমেট্রিক পাসপোর্ট নেই, তারা ইএসটিএর মাধ্যমে আবেদন করতে পারবেন না। যাদের ইএসটিএ থেকে প্রত্যাখ্যান করা হবে, তারা সাধারণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া, যেসব ইসরাইলিদের বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা আছে, তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই ভিসার আওতায় দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

পৃথিবীর প্রায় ৪০টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ইউরোপীয় ইউনিয়নের দেশ। দেশগুলো হল- এন্ডোরা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রুনাই, চিলি, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, সান মারিনো, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান ও যুক্তরাজ্য।