মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স টিকা সরবরাহে যোগ হচ্ছে ১.৮ মিলিয়ন ডোজ

শুক্রবার, আগস্ট ১৯, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র আগামী সোমবার (২২ আগস্ট) থেকে বাভারিয়ান নর্ডিকের জিনিওস ভ্যাকসিনের অতিরিক্ত এক দশমিক আট মিলিয়ন ডোজ তৈরি করে মাঙ্কিপক্স ভ্যাকসিনের সরবরাহ বাড়াবে। হোয়াইট হাউস বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

হোয়াইট হাউস মাঙ্কিপক্স প্রতিক্রিয়া সমন্বয়কারী বব ফেন্টন একটি ব্রিফিংয়ে বলেছেন, ‘ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস স্ট্র্যাটেজিক ন্যাশনাল স্টকপাইল থেকে ভ্যাকসিনের ৫০ হাজার ডোজ আলাদা করে রাখছে, যে রাজ্য ও স্বাস্থ্য বিভাগগুলি এমন বড় ইভেন্টগুলি হোস্ট করে, যেখানে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলিকে আকর্ষণ করে তাদের বিদ্যমান বরাদ্দ ও সরবরাহের উপরে অর্ডার দেয়ার জন্য অনুরোধ করতে পারে।

বিভাগটি সিগা টেকনোলজিসেস ইনকের টিপিওএক্সএক্স অ্যান্টিভাইরাল চিকিৎসার ৫০ হাজারটি কোর্স তৈরি করছে, যারা পজিটিভ পরীক্ষা করে যে রাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলি পরের সপ্তাহ থেকে অর্ডার দেয়া শুরু করতে পারে।