শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে ‘বহু খারাপ জিন’ আছে

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের মধ্যে ‘বহু খারাপ জিন’ আছে বলে মন্তব্য করেছেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডনাল্ড ট্রাম্প। সংবাদ রয়টার্সের।

সোমবার (৭ অক্টোবর) এক সাক্ষাৎকারে অবৈধ অভিবাসীদের দ্বারা সংঘটিত কথিত হত্যা নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।

রক্ষণশীল ভাষ্যকার হিউ হিউয়েটকে দেয়া সাক্ষাৎকারে আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিবাসন নীতি নিয়ে আলোচনা করার সময় এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘কীভাবে মানুষকে একটি উন্মুক্ত সীমান্তে আসতে অনুমতি দেয়, যাদের ১৩ হাজারই খুনি।’

তিনি আরো বলেন, ‘তাদের অনেকেই একাধিক ব্যক্তিকে খুন করেছে আর এখন যুক্তরাষ্ট্রে আরামে বসবাস করছে। এখন একজন খুনি, আমি এটা বিশ্বাস করি, এটি তাদের জিনে আছে। আর এখন আমাদের দেশে এ রকম প্রচুর খারাপ জিন আছে।’

যুক্তরাষ্ট্রের এ সাবেক প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচার চলাকালে বার বার অভিবাসীদের আক্রমণ করে কথা বলেছেন, বিশেষভাবে যারা অপরাধের সাথে জড়িত। এদের নিয়ে মন্তব্য করতে গিয়ে কখনো কখনো তিনি অমানবিক ভাষাও ব্যবহার করছেন আর ক্রমাগতভাবে অত্যন্ত বিস্তারিত বিবরণ দেয়া শুরু করেছেন। যদিও অনেকগুলো গবেষণা ফলাফলে উঠে এসেছে যে, স্থানীয়ভাবে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া মার্কিনীদের চেয়ে অভিবাসীদের অপরাধের হার বেশি নয়।

ট্রাম্প সম্ভবত যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) থেকে রিপাবলিকান প্রতিনিধি টনি গনজালেসকে দেয়া চিঠির বরাতে এসব কথা বলছেন। সেপ্টেম্বরে প্রকাশিত ওই চিঠিতে দেখা গেছে, ১৩ হাজার ৯৯ জন লোক খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন আর তারা অভিবাসন কার্যক্রমের জন্য অপেক্ষায় থাকলেও আইসিইয়ের অধীনে বন্দি নেই (‘নন-ডিটেইনড ডকেট)। এ লোকজনের মধ্যে বহু ধরনের অভিবাসী আছেন যারা যুক্তরাষ্ট্রে বৈধ ও অবৈধভাবে ঢুকেছেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওই পরিসংখ্যানকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

রয়টার্সকে পাঠানো ইমেইলে তিনি বলেছেন, ‘ওই চিঠিতে যে তথ্য আছে, তার ভুল ব্যাখ্যা হচ্ছে। এ তথ্য কয়েক দশকের। এখানে এমন লোকও আছেন, যারা ৪০ বছর বা তারও আগে এ দেশে এসেছিলেন।’

‘এদের অধিকাংশের হেফাজত নির্ধারণ করা হয়েছিল বর্তমান প্রশাসনের বহু আগে। এদের মধ্যে অনেকে আছেন, যারা বিচারের অধীনে আছেন অথবা ফেডারেল, অঙ্গরাজ্য অথবা স্থানীয় আইন প্রয়োগকারীদের দ্বারা বন্দি আছেন।’

বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির বলেছে, ‘তিনি শুধু খুনিদের নিয়ে কথা বলেছেন, অভিবাসীদের নিয়ে নয়।’

হোয়াইট হাউজ ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছে। হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেছেন, ‘এ ধরনের ভাষা ঘৃণা উদ্রেককারী, এটি অসঙ্গত ও আমাদের দেশে এর কোন স্থান নেই।’