ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি১০ লিগ। আর ই লিগে নাম লিখিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। আগের বছরই যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সাথে পার্টনারশিপ করে রংপুর। এবার একসাথে জোট বেধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে তারা।
আটলান্টা রাইডার্সের জার্সিতে খেলবেন নাসির হোসেন, ফরহাদ রেজাসহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। এছাড়াও, দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মত বিদেশি তারকা ক্রিকেটাররা। আগের দিন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্স স্কোয়াড।
ইউএস মাস্টার্স টি টেন লিগে অংশ নেবে যুক্তরাষ্ট্রের ছয় দল। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে মাঠে গড়াবে এ টুর্নামেন্টটি।
আটলান্টা রাইডার্স স্কোয়াড: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডুয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চাতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)।