রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা/হিজবুল্লাহর বিরুদ্ধে জিততে পারবে না ইসরাইল

মঙ্গলবার, জানুয়ারী ৯, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়ালে জিততে পারবে না ইসরাইলের সেনাবাহিনী। এ কারণে লেবাননের সাথে যুদ্ধে না জড়ানোর জন্য ইসরাইলি কর্মকর্তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) মূল্যায়নে উঠে এসেছে, ইসরাইলের সেনাবাহিনী যদি হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়ায়, তাহলে সেই যুদ্ধে জয়ী হওয়া তাদের জন্য খুব কঠিন হবে।

কারণ হিসেবে বলা হয়েছে, ‘গাজায় তিন মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালানোর ফলে ইসরায়েলের সামরিক রসদ এখন শেষ হওয়ার পথে। লেবাননের সাথে নয়া করে সংঘাত শুরু হলে তা দ্রুতই শেষ হয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটির এই মূল্যায়নের ব্যাপারটির সম্পর্কিত দুই ব্যক্তি এসব তথ্য জানিয়েছে। তবে, এ নিয়ে এখন পর্যন্ত ডিআইএর মুখপাত্র কোন মন্তব্য করেননি।

হামাসের হামলার প্রতিবাদে তিন মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। যুদ্ধ শুরু থেকেই হামাসকে সমর্থন জানিয়ে ইসরাইলে রকেট হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

তবে, সম্প্রতি লেবাননে ইসরাইলের হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরৌরি নিহত হওয়ার পর হামলা আরো জোরদার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

শনিবার (৬ জানুয়ারি) বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, সালেহ আল অরৌরি হত্যার উত্তরে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৬২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানন। অন্য দিকে, ইসরাইল স্পষ্ট করেছে, শিগগিরই তারা লেবাননে একটি বড় ধরণের সামরিক অভিযান শুরু করতে পারে।

ইসরাইল ও হিজবুল্লাহর এই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ফলে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে চলমান এই উত্তেজনা নিয়ন্ত্রণে বর্তমানে মধ্যপ্রাচ্যে সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।