রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে নিহত বেড়ে ৩৬

বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩

প্রিন্ট করুন

হাওয়াই, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে চলমান দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। রাজ্যের মাওই দ্বীপে প্রাণহানির এ ঘটনা ঘটে। এছাড়া দাবানলের কারণে দমকল কর্মীসহ আহত হয়েছেন প্রায় ২০ জন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির।

মাওই দ্বীপের লোকালয়ে চলে এসেছে দাবানল। হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে একটি হ্যারিকেনের সৃষ্টি হয়েছে। যার কারণে দাবানল আরো ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় রাজ্যের ১২ হাজারেরও বেশি মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। সেখানকার মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গেছে। এ কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।