শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুদ্ধবিরতির ব্যাপারে ‘বল’ হামাসের কোর্টে

শনিবার, মার্চ ৯, ২০২৪

প্রিন্ট করুন
অ্যান্টোনি ব্লিঙ্কেন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেছেন, ‘ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নেয়ার বিষয় এখন হামাসের ওপর নির্ভর করছে।’ দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এ যুদ্ধে নতুন একটি যুদ্ধবিরতির আশা ম্লান হয়ে যাওয়ার প্রেক্ষাপটে শুক্রবার (৮ মার্চ) তিনি এ কথা বলেন। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেইট অব দ্য ইউনিয়নে দেয়া ভাষণে ‘দ্রুততার সাথে’ ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানানোর এক দিন পর ব্লিঙ্কেন বলেন, ‘এ ক্ষেত্রে ‘প্রধান ইস্যু হচ্ছে হামাস।’ আর এ যুদ্ধবিরতির আওতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তার ও জিম্মি মুক্তির সুযোগ থাকবে।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎকালে ব্লিঙ্কেন বলেন, ‘যুদ্ধবিরতি প্রশ্নে ‘বল হামাসের কোর্টে রয়েছে। আমরা ব্যাপারটি নিয়ে জোরালোভাবে কাজ করছি।’

তিনি বলেন, ‘কিন্তু এ বিষয়ে আমার মনে কোন সন্দেহ নেই যে, জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতির চুক্তি করা সংশ্লিষ্ট সকলের জন্য মঙ্গনলজনক হবে।’

মধ্যস্থতাকারীরা মুসলমানদের রমজান মাসের পূর্বেই যুদ্ধবিরতি চুক্তি করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে। চঁন্দ্র মাসের হিসাব অনুযায়ী, রোববার থেকে রোজা শুরু হওয়ার কথা।

বৃহস্পতিবার (৭ মার্চ) হামাসের প্রতিনিধি দল তাদের দাবির বিষয়ে ইসরাইলের প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা কাতারে সর্বশেষ দফার আলোচনা বর্জন করে।